পাঁচ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা শুরু করেছে বিআইটিএম-ইউআইইউ
- প্রযুক্তি ডেস্ক
- ০৬ আগস্ট ২০২২, ০০:০০
বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতা আর তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ কর্মীর চাহিদার কথা সবার জানা। নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে তাই প্রশিক্ষণ ও যথাযথ শিক্ষার বিকল্প নেই। স্নাতক সম্পন্ন করে চাকরির বাজারে ঢোকার আগে তাই প্রয়োজনীয় ডিপ্লোমা করে নিয়ে একধাপ এগিয়ে থাকা সম্ভব। বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শুরু হয়েছে পাঁচটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা (পিজডি) গ্রোগ্রাম।
বিআইটিম কর্তৃপক্ষ জানিয়েছে, পিজিডি কোর্সগুলোর সিলেবাস দারুণ সমৃদ্ধ এবং সাজানো হয়েছে বর্তমানের চাকরি ও দক্ষতার বাজারকে মাথায় রেখে। বিআইটিএম-ইউআইইউয়ের বর্তমান পাঁচটি চালু পিজিডি কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ডেটা সায়েন্স। ছয় মাসব্যাপী এ প্রোগ্রামগুলো ১৮ ক্রেডিটে ও ছয়টি সংশ্লিষ্ট সাবজেক্টে সন্নিবেশিত।
বিআইটিএমের সিইও তালুকদার মোহাম্মদ সাব্বির বলেন, আমরা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার কোলাবরেশন নিয়ে কাজ করছি। বিআইটিএম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই উদ্যোগ এ ক্ষেত্রে বড় একটি মাইলস্টোন। আমরা আশা করছি, এগুলো শিক্ষার্থীদের কর্মজর্মজীবনে ব্যাপক গুরুত্ব বহন করবে।
এই ডিপ্লোমা প্রোগ্রামগুলো প্রায় ছয় মাস মেয়াদি। পিজিডি প্রোগ্রামগুলো সম্পন্ন করতে ৬০ হাজার টাকা লাগে। তবে চাহিদা ও আগ্রহ বিবেচনা করে প্রতিটি কোর্সে ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শান্ত, মুগ্ধকর পরিবেশে ক্লাসগুলো হবে। কোর্স ও প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিআইটিএমের ওয়েবসাইট (http://www.bitm.org.bd/) থেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা